thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

প্রথম এপিএলে চ্যাম্পিয়ন বালখ লিজেন্ডস

২০১৮ অক্টোবর ২২ ১৩:৩৬:৩০
প্রথম এপিএলে চ্যাম্পিয়ন বালখ লিজেন্ডস

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথমবারের মতো অনুষ্ঠিত আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কাবুল জয়ানানকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতলো বালখ লিজেন্ডস। আর দলের এ জয়ে হাফসেঞ্চুরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্রিস গেইল।

রোববার (২১ অক্টোবর) শারজায় শিরোপা নির্ধারিণী ম্যাচে প্রথমে ব্যাট করা কাবুল নির্ধরিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জবাবে ১১ বল বাকি থাকতে ও ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বালখ।

১৩৩ রানের লক্ষ্যে খেলতে নেমে গেইলের ঝড়ো হাফসেঞ্চুরি বালখকে জয় পাইয়ে দেয়। ৩৪ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৫৬ করে রশিদ খানের স্পিনে বিদায় নেন টি-টোয়েন্টি ক্রিকেটের বস গেইল। ৩২ রান করে অপরাজিত থাকেন রবি বোপারা।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রশিদ খানের নেতৃত্বে কাবুলের হয়ে কোনো ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। সর্বোচ্চ ৩২ করেন জাভেদ আহমাদি। বালখ স্পিনার কোয়াইস আহমাদ ৪ ওভারে ১৮ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। ম্যাচ সেরাও হন তিনি। তবে সিরিজ সেরা হন রশিদ খান।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর