thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এবি ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

২০১৮ অক্টোবর ২৩ ১৩:৪০:২৬
এবি ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আরব বাংলাদেশ (এবি) ব্যাংক লিমিটেডের সদ্য প্রাক্তন এমডিসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জিজ্ঞাসাবাদ করা ব্যক্তিরা হলেন-এবি ব্যাংক লিমিটেডে সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরী, ডিএমডি বদরুল হক খান, প্রধান ফাইন্যান্স কর্মকর্তা মহাদেব সরকার সুমন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালমা আক্তার ও মিসেস ওয়াসিকা আফরোজী এবং ভিপি মঞ্জুর মফিজ।

দুদক জানায়, বিটস ফ্যাশন লিমিটেডসহ ২৩টি প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে জাল জালিয়াতি ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে জামানত না দিয়েই ব্যাংক থেকে ঋণ গ্রহণপূর্বক মানিলন্ডারিংয়ে মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চ থেকে এ অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর