thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: ইসি সচিব

২০১৮ অক্টোবর ২৫ ১৩:৫৫:০১
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: ইসি সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক : এ বছরের ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, আশা করছি, ডিসেম্বরের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডিসেম্বরের কোন সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, কোন সপ্তাহে হবে, সেটা এখনও বলতে পারছি না। তবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।

তিনি আরও বলেন, আরপিও সংশেোধনের জন্য যেটি আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি, আমরা সর্বশেষ যে সংবাদ পেয়েছি ইতোমধ্যে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে। যাতে এটি পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে।

সচিব বলেন, আশা করছি এই সংসদে এটা পাস হতে পারে। পাস না হলে সংসদের অবর্তমানে যে বিষয়টি (অধ্যাদেশ আকারে) থাকে সেটি কার্যকর হবে। আমাদের যে মূল আইন (আরপিও) আছে সেটাও অধ্যাদেশের মাধ্যমে। অধ্যাদেশের মাধ্যমে এটি করা যেতে পারে। পরবর্তী সংসদের প্রথম অধিবেশনে এটা আইনে পরিণত হতে পারে। তবে আমরা এখনও আশা করছি এটি জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। যেহেতু সংসদ ২৯ অক্টোবর পর্যন্ত চলবে, সেখানেই এটি পাস হওয়ার সম্ভবনা রয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে দেখা করে আমরা কমিশনের একটি সভা করবো। সবাই মিলে বসে সিদ্ধান্ত নেবো।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর