thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু

২০১৮ অক্টোবর ৩০ ১০:২৩:১২
রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : আট দফা দাবি আদায়ে টানা ৪৮ ঘণ্টা শ্রমিক ধর্মঘট শেষ মঙ্গলবার (৩০ অক্টোবর) ভোর ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।

রাজধানী ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে গণপরিবহন ছেড়ে গেছে। এছাড়া দূরপাল্লার বাসগুলোও যাত্রী নিয়ে রওনা দিয়েছে। সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সকালে থেকে গণপরিবহন চলাচল শুরু করায় স্বস্তিতে সাধারণ যাত্রীরা।

যানবাহন চলাচল শুরুএ বিষয়ে ধর্মঘট আহ্বানকারী সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী সাংবাদিকদের জানান, ‘আমাদের নির্ধারিত ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে সব যানবাহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। কোথাও কোনও সমস্যা হচ্ছে না।’

যানবাহন চলাচল শুরুমঙ্গলবার সকালে সায়েদাবাদ টার্মিনালে গিয়ে দেখা গেছে, একের পর এক পরিবহন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছে।

যানবাহন চলাচল শুরুএ টার্মিনালে বাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, সকাল থেকে আন্তঃনগরসহ দূরপাল্লার সব পরিবহন চলাচল শুরু করেছে। শ্রমিকরা কাজে যোগদান করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর