thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

২০১৮ নভেম্বর ০১ ১৬:৫৪:৫০
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি: জেলার তাড়াইল উপজেলায় কৃষক রিয়াজ উদ্দিন হত্যা মামলায় একজনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ফাঁসির আসামি হলেন- জিল্লু মিয়া এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- ইছহাক মিয়া, তৌহিদ মিয়া, বাদল মিয়া, চাঁন মিয়া, হাদিস মিয়া ও আলী আকবর।

কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম বৃহস্পতিবার এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের ভেইয়ারকোণা গ্রামের কৃষক রিয়াজ উদ্দিনের সঙ্গে জমি নিয়ে আসামিদের বিরোধ ছিল। এর জের ধরে ২০০৮ সালের ১৬ জুন ভোরে পরিকল্পিতভাবে রিয়াজ উদ্দিনকে জবাই করে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের ছোট ভাই শরীফ উদ্দিন বাদী হয়ে ১৬ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি পরে সিআইডিতে স্থানান্তরিত হয়। ২০১২ সালের ১২ আগস্ট সিআইডির পরিদর্শক মোল্লা মো. শাহজাহান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে আব্দুল ওয়াহাব নামে এক আসামির মৃত্যু হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আটজনকে বেকসুর খালাস দেন আদালত। রায় প্রদানকালে দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর