thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

২০১৮ নভেম্বর ০৬ ১০:২৮:৩৭
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : : রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৬ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

দগ্ধরা হলেন, সাইফুল ইসলাম রুবেল (২৬) ও তার স্ত্রী সাজেনা আক্তার (১৮)। তাদের বাড়ি ভোলা জেলার চড়ফ্যাশন উপজেলার বদরপুর গ্রামে।

রুবেলের ছোট ভাই এখলাস জানান, তার ভাই রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ১৩ নম্বর রোডের একটি একতলা বাসায় থাকতেন। গতকাল বাসার রান্নার জন্য একটি গ্যাস সিলিন্ডার কিনে আনেন। রাতে সিলিন্ডার লিকেজ হয়ে ছিল। সকালে সেটি বিস্ফোরণ হয়ে আগুন লাগে। সে আগুনে তার ভাই ও ভাবী দগ্ধ হন। পরে তাদেরকে ঢামেকে হাসপাতালেরর বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এ দিকে চিকিৎসক জানিয়েছেন দুইজনের অবস্থা আশংকাজনক। সাইফুলের ৯৭ শতাংশ এবং তার সাজেনার ৭৫ শতাংশ দগ্ধ হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মোহাম্মদপুর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী স্ত্রী দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন। বর্তমানে বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর