thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

প্রায়ই নতুন চলচ্চিত্রের প্রস্তাব আসে: অহনা

২০১৮ নভেম্বর ০৯ ১৬:৪৭:৫২
প্রায়ই নতুন চলচ্চিত্রের প্রস্তাব আসে: অহনা

দ্য রিপোর্ট ডেস্ক: মডেল ও অভিনেত্রী অহনা। বৃহস্পতিবার বৈশাখী টিভিতে তার অভিনীত ধারাবাহিক নাটক 'ছায়াবিবি' ১০০তম পর্ব প্রচার হয়। এ ছাড়াও বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার অভিনীত একাধিক ধারাবাহিক নাটক।

'ছায়াবিবি' নাটকের শততম পর্ব প্রচার হলো। এতে কাজের অভিজ্ঞতা জানিয়ে অহনা বলেন, 'ছায়াবিবি' নাটকে আমার অভিনয়ের কথাই ছিল না। কিন্তু নাটকের পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল যখন গল্পটি শোনালেন, তখনই এতে অভিনয়ের জন্য রাজি হই। নাটকটির প্রথম পর্ব থেকে শততম পর্ব পর্যন্ত গল্পে বেশ বৈচিত্র্য ছিল। আর এ কারণেই নাটকটির প্রতি দর্শকের আগ্রহ তৈরি হয়েছে। সামাজিক অবক্ষয় এবং হাস্যরসই এ নাটকের প্রধান উপজীব্য।

এছাড়াও নোয়াশাল’ নামের একটি নাটকে অভিনয় করছেন অহনা। বরিশাল ও নোয়াখালীর আঞ্চলিক ভাষার নাটক এটি। নাটকটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে। নাটকে বরিশালের ভাষায় কথা বলছেন অহনা। এ বিষয়ে বলেন, মজার ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে এতে অভিনয়ের পরও বরিশালের ভাষা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি। যদিও আমার গ্রামের বাড়ি বরিশাল। তারপরও ভাষাটা কেন যেন রপ্ত হচ্ছে না। সে কারণে মীর সাব্বির ভাই প্রায়ই আমাকে ক্ষেপায়। দীর্ঘদিন ধরে একটি নাটকে অভিনয় করা হলে একটা সময় সবাই মিলে পরিবারের মতো হয়ে যায়। এই নাটকের বেলাতেও তেমনটাই হয়েছে। 'নোয়াশাল' কিন্তু শুধু হাস্যরসাত্মক নাটক নয়। এই নাটকের মধ্যমে আমরা সামাজিক অনেক সমস্যার কথা তুলে ধরেছি।’

চলচ্চিত্রেও দেখা গেছে অহনাকে। এখন নেই কেন? প্রশ্ন রাখতেই অহনা বলেন, ‘একটা সময় চলচ্চিত্রে নিয়মিত অভিনয়ের ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকে তিনটি ছবিতে অভিনয় করেছিলাম। এখনও প্রায়ই চলচ্চিত্রের জন্য প্রস্তাব পাই। কিন্তু গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় রাজি হচ্ছি না।’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর