thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

মনোনয়ন ফরম বেচে আ'লীগের আয় ১২ কোটি টাকা

২০১৮ নভেম্বর ১৩ ০৮:৫৮:২১
মনোনয়ন ফরম বেচে আ'লীগের আয় ১২ কোটি টাকা

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফরম বিক্রি করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আয় হয়েছে প্রায় ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা।

৩০০ আসনের বিপরীতে দলটির মনোনয়নপ্রত্যাশীরা গত চার দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চার হাজার ২৩টি।

সোমবার (১২ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ তথ্য জানান।

৯ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন থেকে ধানমণ্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।

টানা চার দিন ধরে আট বিভাগের জন্য পৃথক আটটি বুথ থেকে চার হাজার ২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করছেন আওয়ামী লীগ নেতারা।

মনোনয়ন বিতরণের শেষ দিন সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩২৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবারও মনোনয়ন জমা নেয়া হবে।

শেষ দিনে ঢাকা বিভাগের ৯০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। রাজশাহী বিভাগে ২৯, ময়মনসিংহ বিভাগে ১৮, রংপুর বিভাগে ২৬, সিলেটে সাতটি, বরিশালে ৩০, চট্টগ্রামে ৮৬ ও খুলনায় ৪৬টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচনও উৎসবমুখর পরিবেশে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশও সৃষ্টি হয়েছে। ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে তফসিলও পেছানো হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর