thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

বরিশালে ‘বন্ধুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

২০১৮ নভেম্বর ১৩ ০৯:২৯:১৩
বরিশালে ‘বন্ধুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত

বরিশাল প্রতিনিধি : বরিশালের উজিরপুর উপজেলায় ‘বন্ধুকযুদ্ধে’ রবিউল আলম নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) দিনগত মধ্যরাতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম।

নিহত রবিউল আলম (৩৫) মাদারীপুর জেলার বাসিন্দা ও উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ নান্টুকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িত।

এর আগে সোমবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয় রবিউল আলমকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি হত্যা মামলা রয়েছে।

পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত মধ্যরাতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। যেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।

গুলি বিনিময়ের একপর্যায়ে রবিউল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে অভিযানে একটি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর