thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

প্রার্থী হচ্ছেন ইমরান এইচ সরকার

২০১৮ নভেম্বর ১৩ ১৯:৫৭:৪৬
প্রার্থী হচ্ছেন ইমরান এইচ সরকার

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্রী প্রার্থী হচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। মঙ্গলবার রাতে তিনি নিজেই একথা নিশ্চিত করেন।

ইমরান এইচ সরকারের গ্রামের বাড়ি কুড়িগ্রাম-৪ আসন থেকে তিনি নির্বাচন করবেন। রৌমারী, রাজীবপুর ও চিলমারী—এই তিন উপজেলা মিলে কুড়িগ্রাম-৪ আসন।

তিনি বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেইনি। আমি সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে এগোব।

গণজাগরণ মঞ্চের এই নেতা বলেন, সবসময় নাগরিকদের অধিকার নিয়ে কথা বলি। তাই নাগরিকদের প্রতিনিধি হব।

কোন দল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন- এমন প্রশ্নে ইমরান বলেন, কোনও দল থেকে নয়; নির্বাচন করব স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলছি; এলাকার মানুষের সঙ্গে কথা বলছি।

একাদশ সংসদ নির্বাচনে প্রার্থীতার বিষয়ে খুবই শিগগিরই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত জানাবেন বলে উল্লেখ করেন ইমরান এইচ সরকার।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগে গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। ওই মঞ্চের মুখপাত্রের দায়িত্বে রয়েছেন ইমরান এইচ সরকার।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর