thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ক্ষুব্ধ বিএনপি

২০১৮ নভেম্বর ১৪ ০০:১৯:৩৪
ক্ষুব্ধ বিএনপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শোডাউন না করতে নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা ও সতর্কতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন তোলেন,‘চার দিন পরে কেন ইসির এমন নির্দেশনা? আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির পরে কেন এমন সতর্কতা?’
মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

এদিনই মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় শোডাউন করা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এমনটি না করতে সতর্কতা ও নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির এমন সতর্কতায় বিএনপি অবাক হয়নি উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘কারণ নির্বাচন কমিশন পার্টির (আওয়ামী লীগ) কাজের ভূমিকা পালন করছে। প্রশাসনের এত নিয়ন্ত্রণ, গুম-খুনের পরও মনোনয়ন সংগ্রহ করতে মানুষের ভিড় দেখে দিশেহারা হয়ে গেছে সরকার। মনোনয়ন নেওয়ার জন্য দলীয় কার্যালয়ের সামনে সবাই আসবে, এটা স্বাভাবিক।’
প্রতিবাদের বহিঃপ্রকাশ দেখানোর জন্য মানুষের মিছিল বিএনপি কার্যালয়ে আসছে বলে মনে করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘এত মানুষ দেখে সরকার বিচলিত।’

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ১৪,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর