thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডিএসইতে সূচক কমেছে, লেনদেন বেড়েছে

২০১৮ নভেম্বর ১৪ ১৬:২৫:১২
ডিএসইতে সূচক কমেছে, লেনদেন বেড়েছে

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুধবার (১৪ নভেম্বর) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব সূচক কমেছে।

তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কিছুটা বেড়েছে। ডিএসইতে সূচক কমলেও টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৪৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৭ ও ১৮৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৬৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১০০ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩১ কোটি টাকার।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে ১৩৮টি বা ৪০.৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩৭টি বা ৪০.৬৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টি বা ১৮.৪০ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ারের। এ দিন কোম্পানির ৪৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের ২৭ কোটি ০৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ২৬ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মুন্নু সিরামিক।

লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, এসকে ট্রিমস, শেফার্ড, কাট্টালি টেক্সটাইল, সায়হাম কটন, একটিভ ফাইন এবং লিবরা ইনফিউশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দর। সিএসইতে আজ মোট ২৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর