thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় 

২০১৮ নভেম্বর ১৬ ১১:০১:০৯
স্পেনের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় 

দ্য রিপোর্ট ডেস্ক: অবশেষে শেষ হাসি হাসল ক্রোয়েশিয়া। উয়েফা নেশন্স লিগে ‘এ’ লিগের গ্রুপ-৪ এ স্পেনকে ৩-২ গোলে হারিয়েছেন বিশ্বকাপ রানার্সআপরা।

বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার দুর্গ জাগরেভে আতিথ্য নেয় স্পেন। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। তবে প্রথমার্ধে কেউ-ই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের নবম মিনিটে ক্রোয়াটদের লিড এনে দেন আনদ্রেই ক্রামারিচ। তবে তাদের এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৬ মিনিটে সফল লক্ষ্যভেদে স্প্যানিশদের সমতায় ফেরান দানি সেবাইয়োস।

পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় ক্রোয়েশিয়া। ফলে ফের এগিয়ে যান স্বাগতিকরা। ৬৯ মিনিটে লুকা মদ্রিচের অসাধারণ ক্রসে হেডে বল জালে জড়ান তিন ইয়াদভাই। আন্তর্জাতিক ম্যাচে দেশের হয়ে এটি তার প্রথম গোল।

তবে ব্যবধানটা ধরে রাখতে পারেননি মদ্রিচরা। পরক্ষণেই গোল হজম করতে হয় তাদের। ৭৮ মিনিটে সার্জিও রামোসের সফল স্পট কিকে ফের সমতায় ফেরে স্পেন। ডি-বক্সে ডিফেন্ডার শিমে ভারসালকোর হাতে বল লাগলে পেনাল্টি পান স্প্যানিশরা।

তখন পর্যন্ত মনে হচ্ছিল ২-২ সমতায় শেষ হচ্ছে ম্যাচ। তবে নাটকের তখনও বাকি ছিল। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে নিশানাভেদ করেন ইয়াদভাই। ফলে ৩-২ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছাড়েন জ্লাতকো দালিচের শিষ্যরা।

গেল সেপ্টেম্বরে ঘরের মাঠে ডেকে ক্রোয়েশিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল স্পেন। নিজেদের হোমগ্রাউন্ডের জয়ে মধুর প্রতিশোধ নিলেন ক্রোয়াটরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ১৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর