thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মিস ওয়ার্ল্ডে যেভাবে ভোট দেবেন ঐশীকে

২০১৮ নভেম্বর ২০ ১২:৫৬:৩৯
মিস ওয়ার্ল্ডে যেভাবে ভোট দেবেন ঐশীকে

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব সুন্দরীদের প্রতিযোগিতার আসর ‘মিস ওয়ার্ল্ড’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঐশী। শুরু হওয়া এ আসরে সামাজিক যোগাযোগমাধ্যম মবস্টারের মাধ্যমে চলছে ভোটিং। এতে প্রতিযোগীদের একটি করে অফিসিয়াল অ্যাকাউন্ট রয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি পোস্টের লাইক, কমেন্ট ও ভিডিও ভিউ গণনা করা হবে। তবে এতে অনেক পিছিয়ে আছে বাংলাদেশের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস ঐশী। অন্য দেশের প্রতিনিধিদের চেয়ে ঐশীর ভিডিওগুলোর ভিউ এখনও হাজারের ঘরে রয়েছে।

আয়োজকদের নিয়মানুযায়ী, ঐশীকে এগিয়ে নিতে হলে গুগল প্লে স্টোর থেকে মবস্টারের অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। এর পর নিজের নামে নিবন্ধন সেরে ‘এশিয়া’ অপশনে যেতে হবে। সার্চ বাটনের মাধ্যমে ঐশীর প্রোফাইলে গিয়ে ফলোয়িং অপশনে ক্লিক করতে হবে। তার পর ইচ্ছেমতো তার পোস্টে লাইক কমেন্ট করতে পারবেন।

মবস্টারে ঐশীর অ্যাকউন্টের নাম ‘JANNATUL FERDOUS’। অ্যাকাউন্টে ভেরিফাইড চিহ্ন আছে।

এ ছাড়া কিছু দিন পর মিস ওয়ার্ল্ডের মূল ওয়েবসাইটে ভোটিং কার্যক্রমও শুরু করবে কর্তৃপক্ষ। সামাজিক মাধ্যমে ভোটিংয়ে উৎসাহ দেয়া ছাড়াও গত ১২ নভেম্বর থেকে ঐশী বিশ্বের আরও ১১৭ সুন্দরীদের সঙ্গে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’পর্বে লড়াই করছেন।

চীনের সানাইয়া সিটি এরেনায় চলা এ পর্বের জন্য ৬ জন করে ২০টি গ্রুপে প্রতিযোগীদের বিভক্ত করা হয়েছে। ঐশীর দল নম্বর পাঁচ। ১৩ নভেম্বর তার গ্রুপের পর্বে অংশ নেন তিনি।

সামাজিকমাধ্যমে ভোটিংয়ে উৎসাহ দেয়া ছাড়াও গত ১২ নভেম্বর থেকে ঐশী বিশ্বের আরও ১১৭ সুন্দরীদের সঙ্গে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’ পর্বে লড়াই করছেন। চীনের সানাইয়া সিটি এরেনায় চলা এ পর্বের জন্য ৬ জন করে ২০টি গ্রুপে প্রতিযোগীদের বিভক্ত করা হয়েছে। ঐশীর দল নম্বর পাঁচ। ১৩ নভেম্বর তার গ্রুপের পর্বে অংশ নেন তিনি।

মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, এবার দুটি ধাপে চলছে ‘হেড টু হেড চ্যালেঞ্জ ড্র’। প্রথম পর্যায়ে প্রতিযোগীকে দুটি প্রশ্ন করা হবে। একটি তার ব্যক্তিগত, অন্যটি গ্রুপ সম্পর্কিত বিষয়।

প্রত্যেক গ্রুপজয়ীরা যাবেন মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে।
৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১১৮ দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নিচ্ছেন ঐশী। আগামী ৮ ডিসেম্বর এই আয়োজনে থাকছে চোখধাঁধানো সৌন্দর্য, চমৎকার ফ্যাশন ও বিশ্বসেরা পারফরম্যান্সের সম্মিলন। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী ভারতের মানুসি চিল্লার।

জানা গেছে, ১৯৯৪ সালে প্রথম মিস বাংলাদেশ আনিকা তাহের অংশ নেন বিশ্বসুন্দরী প্রতিযোগিতায়। এর পর ইয়াসমিন বিলকিস সাথী (১৯৯৫), রেহনুমা দিলরুবা চিত্রা (১৯৯৬), শায়লা সিমি (১৯৯৮), তানিয়া রহমান তন্বী (১৯৯৯), সোনিয়া গাজী (২০০০) ও তাবাসসুম ফেরদৌস শাওন (২০০১) মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। মাঝে ১৫ বছর বিরতি দিয়ে ২০১৭ সালে বাংলাদেশ থেকে বিশ্বসুন্দরীর মঞ্চে যান জেসিয়া ইসলাম।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর