thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

লুজারের শীর্ষে মুন্নু জুট

২০১৮ নভেম্বর ২৪ ২০:৪৭:১৭
লুজারের শীর্ষে মুন্নু জুট

দ্য রিপোর্ট প্রতিবেদক: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার তালিকায় ওঠে এসেছে মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৭১ দশমিক ৬৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, গড়ে প্রতিদিন কোম্পানিটির এক লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৭ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স লিমিটেড। এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ২৬.৭৮ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির প্রায় ৭ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সাভার রিফ্যাক্ট্ররিজ, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, বিবিএস ক্যাবলস, ন্যাশনাল পলিমার, খুলনা পাওয়ার কোম্পানি, এএফসি অ্যাগ্রো বায়োটেক, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ও রেনেটা লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর