thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

লুজারের শীর্ষে আমান ফিড 

২০১৮ নভেম্বর ২৬ ১৯:১৬:৪২
লুজারের শীর্ষে আমান ফিড 

দ্য রিপোর্ট প্রতিবেদক: সোমবার (২৬ নভেম্বর) সামান্য উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আমান ফিডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৯.৯০ টাকায়। সোমবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়িয়েছে ৫২.৩০ টাকায়। লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে রবিবার কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ ছিলো। আর সোমবার রেকর্ড ডেট সংক্রান্ত সমন্বয়ের কারণে কোম্পানিটির শেয়ার দর ৭.৬০ টাকা বা ১২.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইর লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে বঙ্গজ লিমিটেডের ১০.৫৬ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৯.৮০ শতাংশ, শাশা ডেনিমসের ৯.৫৮ শতাংশ, এপোলো ইস্পাতের ৮.৯৭ শতাংশ, জিলবাংলা সুগারের ৬.৬৭ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৩৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৬.৩৪ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ৫.৬৩ শতাংশ এবং সিঅ্যান্ডএ টেক্সটাইলসের শেয়ার দর ৫.৫৬ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৬, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর