thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

অস্বাভাবিক বাড়ছে ২ কোম্পানি শেয়ার দর

২০১৮ নভেম্বর ২৭ ১৪:০১:৫৯
অস্বাভাবিক বাড়ছে ২ কোম্পানি শেয়ার দর

দ্য রিপোর্ট ডেস্ক : কোনো কারণ ছাড়াই শেয়ার দর অস্বাভাবিকভাবে বেড়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ২টি হলো : ন্যাশনাল টি ও রেকিট বেনকিজার।

জানা গেছে, ন্যাশনাল টি’র শেয়ার দর ১২ নভেম্বর ছিল ৫৬২.৯০ টাকায়, যা ২৬ নভেম্বর পর্যন্ত ৯ দিনে ২৬২.৬০ টাকা বা ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২৫.৫০ টাকায় এবং রেকিট বেনকিজারের শেয়ার দর ১২ নভেম্বর ছিল ১৭২২.৪০ টাকায়, যা ২৬ নভেম্বর পর্যন্ত ৯ দিনে ৫৯৮.৪০ টাকা বা ৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩২০.৬০ টাকায়।

কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি ২টিকে পৃথক নোটিশ পাঠায় ডিএসই। কিন্তু ডিএসইর নোটিশের জবাবে ২৫ নভেম্বর ন্যাশনাল টি ও ২৫ নভেম্বর রেকিট বেনকিজারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার পেছনে তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর