thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং

২০১৮ নভেম্বর ২৭ ১৭:০৮:৪১
দর বাড়ার শীর্ষে এম.এল ডাইং

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ৯.৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৬৫ বারে ৯ লাখ ৮২ হাজার ৪৩৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে এক টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৩৯ বারে ৩৫ লাখ ৯৬ হাজার ৪৬১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, স্যালভো কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরনি শিপইয়ার্ড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, ড্যাফোডিল কম্পিউটার্স, মুন্নু জুট স্ট্যাফলার্স ও গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর