thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে ২০১৯, ৫ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৪ রমজান ১৪৪০

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ২ স্কুল শিক্ষক নিহত

২০১৮ নভেম্বর ২৯ ০৯:১২:১১
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ২ স্কুল শিক্ষক নিহত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক নিহত হয়েছেন।

নিহতরা হলেন, মোল্লাহাট সরোষপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩) ও রফিকুল ইসলাম দুলাল (৪৫)। তাদের দু’জনেরই বাড়ি মোল্লাহাটের সরোসপুর গ্রামে।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় খুলনাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেল আরোহী ওই দুই শিক্ষককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তাদের মৃত্যু হয়।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী গোলাম কবির জানান, নিহত ওই দুই শিক্ষক মোল্লাহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে সদ্য সমাপ্ত পঞ্চম শ্রেণির সমাপনী (পিএসসি) পরীক্ষার খাতা দেখে মোটরসাইকেলে নিজগ্রাম সরোষপুরে ফিরছিলেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর