thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পটিয়ার ৩ ভুয়া সাংবাদিক রিমান্ডে

২০১৮ ডিসেম্বর ০২ ১৯:৫১:৫০
পটিয়ার ৩ ভুয়া সাংবাদিক রিমান্ডে

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন ভুয়া সাংবাদিককে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছ।

তারা হলেন- শাহেদুল ইসলাম সাগর, রতন বড়ূয়া (৪৩) ও আনোয়ার হোসেন (৩৩)।

পুলিশের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে রবিবার সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক শহীদুল্লাহ কায়সার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৭ নভেম্বর পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদারকে হুমকি-ধমকি ও অনলাইন টিভিতে পুলিশের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখানোর কথা বলে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তাদের কথাবার্তায় সন্দেহ হলে ওসি শেখ মো. নেয়ামত উল্লাহর নির্দেশে পটিয়া থানায় একটি চাঁদাবাজি মামলা রেকর্ড করেন। মামলায় গ্রেফতারকৃত তিনজন ছাড়াও ভুয়া টিভির চেয়ারম্যান আলী আজগর মানিক ও প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদকে আসামি করা হয়। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ শেষে পটিয়া আদালতে পাঠানো হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। রবিবার পুনরায় আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০২, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর