thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ মে ২০১৯, ১১ জ্যৈষ্ঠ ১৪২৬,  ১৯ রমজান ১৪৪০

৩১ দিনেই পুরো ছবির শুটিং!

২০১৮ ডিসেম্বর ০৪ ১৬:৫৩:০৪
৩১ দিনেই পুরো ছবির শুটিং!

দ্য রিপোর্ট প্রতিবেদক: টিভি নাটকের নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এবার নির্মাণ করলেন চলচ্চিত্র।

২৭ অক্টোবর থেকে মানিকগঞ্জে শুরু হয় ছবিটির শুটিং। নাম ‘সাপলুডু’। এতে প্রধান দুটি চরিত্রে রয়েছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। মানিকগঞ্জের পর গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে ধারণ করা হয় শুটিং। সোমবার জানা গেলো মাত্র ৩১ দিনেই শেষ হয়েছে ছবিটির শুটিং।

চলচ্চিত্রটির শুটিং শেষ হওয়ার খবর জানালেন পরিচালক নিজেই। দোদুল বলেন, ‘সবার সহযোগিতায় মাত্র ৩১ দিনে শুটিং শেষ হলো ছবিটির। সাপলুডুর জন্য সবাই হাড়ভাঙা পরিশ্রম করেছেন। পুরো টিমের কাছেই আমি কৃতজ্ঞ।’

শেষ দিনের শুটিংয়ে শুভ ও মিম দু’জনেই অংশ গ্রহণ করেছিলেন বলে জানালেন পরিচালক। ‘সাপলুডু’ নিয়ে জার্নিটা কেমন গেলো? জানতে চাইলে সমকাল অনলাইনকে শুভ বলেন, ‘ছবিটির শুটিং শেষ হলেও এখনও আমরা জার্নির মধ্যে দিয়েই যাচ্ছি। এটি আমাদের একটি স্বপ্নের প্রজেক্ট। সব কিছুই পরিকল্পনা মাফিক হয়েছে। সাপলুডুতে চেয়েছি অন্যরকম এক শুভকে দেখুক দর্শক। জানিনা কতটা পেরেছি। হলে গিয়ে দর্শকরা হাত তালি দিলেই আমাদের শ্রম স্বার্থক হবে।’

শুটিং চলাকালীন ছবিটির কোন কিছুই প্রকাশ করা হয়নি। এ বিষয়ে শুভ বলেন, ‘এটা আমাদের পুরো শুটিং টিমের প্রতিই কড়া নির্দেশ ছিলো। কোন কিছুই কেউ প্রকাশ করবো না।পোস্টার, টিজার যখন আসবে তখন বুঝবেন কী করেছি। ছবিতে অনেক সারপ্রাইজ রয়েছে। ধীরে ধীরে জানানো হবে এগুলো।’

নাটক পাড়ার অনেক বড় বড় তারকা এতে অভিনয় করেছেন। এরমধ্যে রয়েছেন সালাহউদ্দিন লাভলু, জাহিদ হাসান, তারিক আনাম খান। সাপলুডুর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর