thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

কমেছে রেমিট্যান্স

২০১৮ ডিসেম্বর ০৪ ২৩:০৯:২১
কমেছে রেমিট্যান্স


দ্য রিপোর্ট প্রতিবেদক : নভেম্বর মাসে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের পরিমাণ কমেছে। এই সময় রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ডলার। যা অক্টোবর মাসের চেয়ে ৬ কোটি ডলার বা ৩.১২ শতাংশ কম। আর বছরের ব্যবধানে কমেছে প্রায় সাড়ে ৩ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, এ বছরের নভেম্বর মাসের রেমিট্যান্সের পরিমাণ গত বছরের একই মাসের চেয়েও কম। গত বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছিল ১২১ কোটি ডলার। চলতি বছরের নভেম্বর মাসে রেমিট্যান্স এসেছে ১১৮ কোটি ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে ৩ কোটি ডলার রেমিট্যান্স কম এসেছে।

তবে নভেম্বরে কমলেও আগের চার মাসের উর্ধগতির কারণে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট রেমিট্যান্স প্রবাহ আগের বছরের একই সময়ের ৯ দশমিক ৬৭ শতাংশ বেশি। গত পাঁচ মাসে দেশে ৬২৯ কোটি ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই সময়ে এসেছিল ৫৭৩ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ডলারের বিপরীতে বেশি টাকা পাওয়া যাচ্ছে এ কারণে রেমিট্যান্স প্রবাহ বাড়ার কথা থাকলেও উল্টো কমেছে। রেমিট্যান্স প্রবাহ কমার কারণ জানা যায়নি। তবে তাদের প্রত্যাশা চলতি ডিসেম্বর মাস শেষে রেমিট্যান্স প্রবাহ ফের ঘুরে দাঁড়াবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/নভেম্বর ০৪,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর