thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুটের শেয়ার দর

২০১৮ ডিসেম্বর ০৫ ১২:৪৪:১৬
কারণ ছাড়াই বাড়ছে নর্দার্ণ জুটের শেয়ার দর

দ্য রিপোর্ট ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর কোনো কারণ ছাড়াই বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত মাসের ২২ তারিখ থেকে কোম্পানিটির শেয়ার দর অব্যাহতভাবে বেড়েই চলেছে। ওই দিন কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৯৮.৫০ টাকায়। অব্যাহত বেড়ে ৪ ডিসেম্বর শেয়ার দর দাঁড়ায় ১১৬৫.২০ টাকায়। অর্থাৎ এই ৮ দিনে কোম্পানিটির শেয়ার দর ৩৬৬.৭০ টাকা বা ৪৬ শতাংশ বেড়েছে।

কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়েছে, শেয়ার দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর