thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

গ্রেপ্তার-হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সিইসি’কে বিএনপির চিঠি

২০১৮ ডিসেম্বর ০৫ ২১:১৪:১৩
গ্রেপ্তার-হয়রানি বন্ধে ব্যবস্থা নিতে সিইসি’কে বিএনপির চিঠি

দ্য রিপোর্ট প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নেতাকর্মী, সমর্থকদের গ্রেপ্তার হয়রানি বন্ধে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন। গ্রেপ্তার, হয়রানি এখনো অব্যাহত রয়েছে।

এমন চিত্র তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাকে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার বিকেলে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে- প্রধানমন্ত্রী গ্রেপ্তার-হয়রানি বন্ধে আশ্বাস দিলেও মাঠে বাস্তবতা ভিন্ন। তফসিল ঘোষণার পরও প্রতিদিন দেশের বিভিন্ন স্থানে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার-হয়রানি অব্যাহত রয়েছে। প্রতিদিনই নেতাকর্মীদের আটক করা হচ্ছে। এমনকি জামিন নিয়ে ফেরার পথে অভিনব ও বানোয়াট অজুহাতে ফের গ্রেপ্তার করা হচ্ছে।

নির্বাচনী মাঠে সবার সমান সুযোগ নিশ্চিতে ভয়ভীতিহীন পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনার স্বার্থে নেতাকর্মী-সমর্থকদের গায়েবি অজুহাতে অন্যায়ভাবে আটক, গ্রেপ্তার ও হয়রানি অবিলম্বে বন্ধের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়ার দাবিও জানানো হয়েছে চিঠিতে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৫,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর