thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

খানিকটা হতাশা পাকিস্তানের

২০১৮ ডিসেম্বর ০৫ ২৩:০০:২২
খানিকটা হতাশা পাকিস্তানের

দ্য রিপোর্ট ডেস্ক : সেঞ্চুরি করেছেন আজহার আলী ও আসাদ শফিক। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে পাকিস্তান পেয়েছে ৭৪ রানের লিড। এতে খানিকটা হতাশা রয়েছে পাকিস্তানিদের। সঙ্গে শেষ বিকেলে কিউইদের দুটি উইকেট তুলে নিয়ে পাকিস্তান নিয়ন্ত্রণ সুতোটা রেখেছে অবশ্য নিজেদের হাতেই।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয় ২৭৪ রানে। জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে তুলতে পারে ৩৪৮ রান। দ্বিতীয় ইনিংসে নেমে ২৬ রানেই ২ উইকেট হারিয়েছে কিউইরা। এখনও পিছিয়ে আছে ৪৮ রানে।

বুধবার তৃতীয় টেস্টের তৃতীয় দিনে ১২ চারে ২৯৭ বল খেলে আজহার ফিরেছেন ১৩৪ রানে। ১০৪ রান করতে আসাদ খেলেছেন ২৫৯ বল, যে ইনিংসে চারের মার ছিল ১৪টি।


এ দুজনের বাইরে সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন হারিস সোহেল, ৩৪ রানের। বাকিদের বলার মতো অবদান নেই। বাকি আট ব্যাটসম্যান মিলে করেছেন মাত্র ৬০ রান।

আজহার-শফিকের ২০১ রানের জুটিতেই মূলত নিউজিল্যান্ডের করা প্রথম ইনিংসের রান পার করেছে পাকিস্তান।

বোলিংয়ে পাকিস্তানের সর্বনাশ করেছেন মূলত উইলিয়াম সমারভিল। কিউই স্পিনারের শিকার চার উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন অ্যাজাজ প্যাটেল ও ট্রেন্ড বোল্ট।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৫,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর