thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিএনপির একক চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ আজ

২০১৮ ডিসেম্বর ০৬ ০৯:০৪:২৮
বিএনপির একক চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ আজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি একক প্রার্থী তালিকা প্রকাশ করবে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায়।

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তালিকা প্রকাশ করা হবে। বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের চিঠিও দেয়া হবে।

গুলশান কার্যালয় সূত্র জানায়, ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে যেসব আসন নিয়ে দর কষাকষি চলছে এবং যেসব আসনে দলের মূল প্রার্থীরা যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন সেগুলো রেখে ১৫০ আসনে একক প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

গত ২৬ এবং ২৭ নভেম্বর বিএনপি দল এবং তার জোট ২০ দলের শরিকদের মধ্যে মনোনয়নের চিঠি বিতরণ শুরু করে। আট শতাধিক নেতাকে মনোনয়ন দেয়া হলেও জমা পড়ে ৬৯৬ টি।

তবে যাচাই বাছাইয়ে বাদ পড়ে যান ১৪১ জন। এদের মধ্যে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও রয়েছেন।

এর মধ্যে ৯১টির মতো আসনে বিএনপি অথবা তার জোটের একক প্রার্থী প্রায় নিশ্চিত হয়ে গেছে যাচাইবাছাইয়ে বিকল্প প্রার্থীরা বাদ পড়ে যাওয়ায়। মোট ২৯৫টি আসনে প্রার্থিতা জমা হলেও সাতটিতে বিএনপির কোনো বৈধ প্রার্থী নেই।

তবে এর দুটিতে জোটের দুই শরিক দলের নেতা রয়েছেন। বাকি সব আসনেই একাধিক প্রার্থী রয়ে গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর