thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিএনপির দুই জোটে আসন বণ্টনে সমঝোতা হয়নি

২০১৮ ডিসেম্বর ০৬ ১৬:৩১:২৯
বিএনপির দুই জোটে আসন বণ্টনে সমঝোতা হয়নি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী দুই জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোট (সম্প্রসারিত ২৩ দল)। দুই জোটের শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে এখন পর্যন্ত কোনো সমঝোতা হয়নি বিএনপির।

আসন ভাগাভাগি নিয়ে জোটের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা। কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

মনোনয়নপত্র প্রত্যাহারের বাকি মাত্র দুদিন।এখনও বিএনপি ও তাদের জোটের দলগুলো জানে না কে কতটি আসন পাচ্ছে। নেতারা জানেন না কে কোন আসনে ভোট করছেন।

মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর টিকে যাওয়া বিএনপির চূড়ান্ত মনোনয়ন পাওয়া ৫৫৫ জন প্রার্থীর বেশিরভাগই নিজেদের আসনে নির্বাচন করা নিয়ে অন্ধকারে। তারা জানেন না কে শেষ পর্যন্ত থাকছেন নির্বাচনে, আর কাকে মাঠ ছেড়ে দিতে হবে।

জোটের শরিকদের মধ্যে যারা নিজ নিজ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাও বলতে পারছেন না শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকা হবে কিনা। নাকি বিএনপির প্রার্থীর জন্য মাঠ ছেড়ে দাঁড়াতে হবে। সব মিলিয়ে মনোনয়ন ঠিক করতে তালগোল পাকিয়ে ফেলেছে রাজপথের বিরোধী দল বিএনপি।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলে মোট ২৭টি দল রয়েছে। বিএনপি চাইছে দুটি জোটকে ৫০-৫৫টি আসন দিতে। যদি তাতে রাজি না হয়, তবে সর্বোচ্চ ৬০টি আসন দেয়া হবে।

তবে নিজেদের প্রার্থীকে যোগ্য দাবি করে আরও আসন চাইছে জোটের শরিকরা। আওয়ামী লীগ শরিকদের ৭০টির মতো আসনে ছাড় দেয়ায় চাহিদা বেড়েছে বিএনপির শরিকদের।

এই যখন অবস্থা, তখন বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক বসছে। এ বৈঠকে চূড়ান্ত ফয়সালা হবে কে কতটি আসন পাবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার জানিয়েছেন, চূড়ান্ত প্রার্থী তালিকা গুছিয়ে আনা হয়েছে। দু-একদিনের মধ্যে জোটের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, বৃহস্পতিবার বিকেলে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক রয়েছে। বৈঠকে আসন বণ্টনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তিনি জানান, আসন বণ্টন নিয়ে মোটামুটি একটা রফা হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার ঐক্যফ্রন্টের প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

জোটের আসন বণ্টন নিয়ে রফা করতে বুধবার দুপুরে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে একান্তে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরে নাগরিক ঐক্যসহ অন্যান্য দলের সঙ্গেও ধারাবাহিক বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। এর আগেও দফায় দফায় জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করে দলটি। তবে এখনও কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

এর আগে ২০-দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তাদের সঙ্গেও আসন বণ্টন নিয়ে চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। বিএনপি চাচ্ছে ২০-৩৫টি আসন দিতে। তাদের দাবি আরও ৭-৮টি আসন।

জোটের আসন বণ্টন নিয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২০-দলীয় জোটের শরিক ও ঐক্যফ্রন্টের সঙ্গে আসন নিয়ে আলোচনা অব্যাহত আছে। ঐকমত্যের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হবে। এ নিয়ে কোনো সংকট হবে না।

তিনি আরও বলেন, সময় স্বল্পতার কারণে মনোনয়নপত্র জমা দেয়ার আগে আসন ভাগাভাগি চূড়ান্ত করা হয়নি। আশা করি প্রত্যাহারের আগে এ ব্যাপারে আমরা একটি সমঝোতায় আসতে পারব।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর