thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

২০১৮ ডিসেম্বর ০৭ ১১:১৫:০৮
দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক: মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি দ্বিতীয় দিনের মতো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বিভিন্ন নির্বাচনী এলাকার দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে মোট ১৫০ জনের শুনানি হবে বলে জানা গেছে।

শুক্রবার দ্বিতীয় দিনের মতো এ আবেদনের শুনানি শুরু হয়েছে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের ১১ তলায় এজলাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদাসহ অন্য কমিশনাররা শুনানি করছেন।

এর আগে বৃহস্পতিবার প্রথম দিনে ১৬০ জনের শুনানি করেন নির্বাচন কমিশন। এতে বিএনপির ৩৯ প্রার্থীসহ ৮০ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৭৬ জনের আবেদন নামঞ্জুর এবং ৪ জনের আবেদন পেন্ডিং রয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ে ২ হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের ৩টি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র বাতিল হয়। স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর