thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ মে ২০১৯, ১২ জ্যৈষ্ঠ ১৪২৬,  ২০ রমজান ১৪৪০

বিয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা?

২০১৮ ডিসেম্বর ০৭ ১৪:৪২:২৩
বিয়ের পরই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন দীপিকা?

দ্য রিপোর্ট ডেস্ক : সদ্য বিয়ে করেছেন দীপিকা পাড়ুকোন। রণবীর সিংহের সঙ্গে শুরু করেছেন নতুন জীবন। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ‘সিম্বা’র কাজে ব্যস্ত হয়ে পড়েছেন রণবীর। কিন্তু দীপিকা এখনও ফ্লোরে ফেরেননি। বরং কেরিয়ারের বিষয়ে নাকি বিয়ের পরই একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।খবর আনন্দবাজারের।

শোনা গিয়েছিল, আমির খানের স্বপ্নের প্রজেক্ট ‘মহাভারত’-এ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করবেন দীপিকা। চিত্রনাট্য পছন্দ হয়েছিল। কাজের ব্যাপারে বহুদূর পর্যন্ত নাকি কথাও এগিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই ছবিটি নাকি না করার সিদ্ধান্ত নিয়েছেন দীপিকা। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি নায়িকা।

বলি সূত্রে খবর, বিয়ের পর পরিবারকে অনেক বেশি সময় দিতে চান দীপিকা। সে কারণেই অনেক বেছে ছবি করবেন। ‘মহাভারত’-এর মতো একটা প্রজেক্টে বেশ কিছুদিন ব্যস্ত থাকতে হবে নায়িকাকে। সে কারণেই এই বিগ বাজেট প্রজেক্ট থেকে দীপিকা নিজেকে সরিয়ে নিলেন বলে মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ।


(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৭,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর