thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৮ জন

২০১৮ ডিসেম্বর ০৭ ১৯:৫৯:৫৭
দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৮ জন

দ্য রিপোর্ট প্রতিবেদক: দ্বিতীয় দিনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শেষ।

আপিল শুনানির পর ৭৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৬৫টি আপিল খারিজ হয়ে যায়। আর ৭টি পেন্ডিং রাখা হয়েছে।

দ্বিতীয় দিনে ১৫০ জনের আপিল শুনানি করে এমন রায় দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের ১১তলায় স্থাপিত এজলাসের প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে শুক্রবার অন্য নির্বাচন কমিশনাররাও আপিলের শুনানি করেন। শুক্রবার সকাল ১০টায় শুনানি শুরু হয়ে বিকেলে শেষ হয়।

এদিকে তিনদিনের আপিল শুনানি শেষ হবে শনিবার ৮ ডিসেম্বর। শেষদিনে ৩১১ থেকে ৫৪৩ নম্বর আবেদনের শুনানি হবে।

বৃহস্পতিবার সকাল থেকে এ আপিল শুনানি শুরু হয়। সারা দেশ থেকে আসা ৫৪৩ আপিল আবেদনের প্রথম দিন ১৬০ জনের শুনানি হয়। এর মধ্যে ৮০ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে ৭৬ জনের।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার আর প্রতীক বরাদ্দ দেয়া হবে ১০ ডিসেম্বর। নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর