thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নাসিরকে সরিয়ে সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

২০১৮ ডিসেম্বর ০৮ ১১:৫৮:২৪
নাসিরকে সরিয়ে সিলেট সিক্সার্সের অধিনায়ক ওয়ার্নার

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে সিলেট সিক্সার্সের হয়ে অধিনায়কত্ব করেন নাসির হোসেন। তবে এবার সেই দায়িত্ব থেকে তাকে সরিয়ে দিল ফ্র্যাঞ্চাইজিটি। মিস্টার ফিনিশারের পরিবর্তে দলের নেতৃত্বের ভার তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ‘নিষিদ্ধ’ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের কাঁধে।

ইতিমধ্যে বিপিএলের ষষ্ঠ আসরের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে সিলেট সিক্সার্স। শুক্রবার ডেভিড ওয়ার্নারকে আসন্ন টুর্নামেন্টে নিজেদের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দেয় তারা।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফায়েড পেজে বিষয়টি নিশ্চিত করে। ক্যাপশনে লিখেছে, নতুন অধিনায়ককে স্বাগত জানান। তিনি হচ্ছেন ডেভিড ওয়ার্নার।

আইপিএলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক একাধিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে ওয়ার্নারের। সানরাইজার্স হায়দরাবাদকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করেন তিনি। গেল ২৬ অক্টোবর অজি এ ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করার খবরটি নিশ্চিত করে সিলেট।

বল টেম্পারিংয়ের অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আরোপিত ১ বছরের নিষেধাজ্ঞায় জাতীয় দলের বাইরে আছেন ওয়ার্নার। তবে নানাভাবে খেলার মধ্যে আছেন তিনি। বিপিএল খেলতে সমস্যা হবে না বাঁহাতি ওপেনারের।

এবারের বিপিএল মাঠে গড়াবে নতুন বছরের ৫ জানুয়ারি। ৮ ফেব্রুয়ারি ফাইনালি লড়াই দিয়ে পর্দা নামবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি এ লিগের।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৮, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর