thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রোকেয়া পদক-২০১৮ পেলেন যারা

২০১৮ ডিসেম্বর ০৯ ১২:১১:০৪
রোকেয়া পদক-২০১৮ পেলেন যারা

দ্য রিপোর্ট ডেস্ক : নারী উন্নয়নে অবদান রাখার জন্য প্রতি বছরের ন্যায় এ বছরও রোকেয়া পদক দেয়া হয়েছে দেশের গুণী নারীদের।

এবার বেগম রোকেয়া পদক-২০১৮ পেয়েছেন জিনাতুন নেসা তালুকদার, অধ্যাপক জহুরা আমিন, শিলা রায়, রমা চৌধুরী (মরণোত্তর), রোকেয়া বেগম (মরণোত্তর)।

রোকেয়া দিবস উপলক্ষে রোববার (৯ ডিস্বের) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোকেয়া পদক বিতরণ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, বেগম রোকেয়ার দেখানো পথেই দেশের নারীরা আজ এতটা এগিয়েছে।

প্রসঙ্গত, আজ ৯ ডিসেম্বর, বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম ও ৮৬তম মৃত্যুবার্ষিকী।

দিনটি উপলক্ষে ঢাকা ও রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৯, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর