thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন সাংবাদিক

২০১৮ ডিসেম্বর ০৯ ২২:০০:৫৮
প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন মার্কিন সাংবাদিক

দ্য রিপোর্ট ডেস্ক : নিজের পেশাদার ক্যারিয়ারের উন্নয়নের উদ্দেশ্যে 'ছলনা'র মাধ্যমে নিক জোনাসকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া -প্রবন্ধে এরকম একটি মন্তব্য লেখার পর ক্ষমা চেয়েছেন মার্কিন সাংবাদিক মারিয়াহ স্মিথ। খবর বিবিসির।

মিজ. স্মিথ বলেছেন, আমার ধারণা ভুল ছিল এবং আমি যা লিখেছি তা তার পুরো দায় আমার। আমি সত্যিই দু:খিত। নিউ ইয়র্ক ভিত্তিক ওয়েবসাইট 'দ্যা কাট' এ প্রকাশিত ঐ প্রবন্ধটি বর্তমানে সরিয়ে নেয়া হয়েছে।

লেখাটি প্রকাশিত হওয়ার পর প্রিয়াঙ্কা চোপড়াকে সমর্থন দেয়া ক্ষুব্ধ ভারতীয়দের অনেকে 'দ্যা কাট' পত্রিকার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগও আনে তারা।

তবে প্রবন্ধের লেখক মিজ. স্মিথ বলেছেন: তার লেখায় তিনি 'বর্ণবাদ, বিদেশীদের বিরুদ্ধে ক্ষোভ বা লিঙ্গবৈষম্য' সম্পর্কে সচেতন ছিলেন। এর আগে 'দ্যা কাট' ওয়েবসাইটের কর্তৃপক্ষও এই প্রবন্ধ প্রকাশ করার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রকাশ করে।

তাদের বক্তব্য অনুযায়ী, এই প্রবন্ধটি আমাদের পত্রিকার জন্য যথেষ্ট মানসম্পন্ন ছিল না।

ভারতের উত্তর-পশ্চিমের রাজ্য রাজস্থানের যোধপুর শহরে গত সপ্তাহে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

বিয়েতে প্রিয়াঙ্কার পরা পোশাক নিয়ে ব্যাপক আলোচনা হয় সামাজিক মাধ্যমে।

প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পোশাকের অবগুন্ঠনের দৈর্ঘ্য ছিল ৭৫ ফুট, যেটি বহন করতে হয়েছে একদল লোককে।

কেউ কেউ ব্রিটিশ রাজবধু মেগান মার্কেলের বিয়ের পোশাকের সঙ্গেও এর তুলনা করেছেন। মেগান মার্কেলের অবগুন্ঠন ছিল মাত্র ১৬ ফুট দীর্ঘ।

পিপল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া তার বিয়ের অনুষ্ঠানকে দুই ধর্মের মিশেল বলে বর্ণনা করেছেন।

তিনি বলেছেন, দুই ধর্মের সুন্দর রীতিগুলোকে তারা বেছে নিয়েছেন, যেগুলো তাদের কাছে অর্থবহ বলে মনে হয়।

প্রিয়াঙ্কা চোপড়া হচ্ছেন বলিউডের সবচেয়ে দামী তারকাদের একজন। ২০০০ সালে তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার শিরোপা জেতেন। এ পর্যন্ত তিনি ৫০টির বেশি ছবি করেছেন।


(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ০৯,২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর