thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

২০১৮ ডিসেম্বর ১৫ ১১:৩৭:১২
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত ও আহত হয়েছেন ১৪ জন। শুক্রবার প্রদেশটির কেচ জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর সন্ত্রাসীরা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের বরাত দিয়ে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অতর্কিতে হামলার পর বন্দুকযুদ্ধে চার সন্ত্রাসী নিহত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ওয়াকাই নামক এলাকা দিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি যাওয়ার পথে অতর্কিতে তাদের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত ও আহত হয় ১৪ জন।

আহতদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলেও পরে আশঙ্কাজনক বিবেচনায় হেলিকপ্টার যোগে করাচি নেয়া হয়। নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সক্রিয়। স্বাধীনতাপন্থী বিদ্রোহীদলগুলো ছাড়াও প্রাদেশিক রাজধানী কোয়েটায় বেশ কয়েকবারই হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই- তালেবান। অভিযোগ আছে সেখানকার স্বাধীনতাপন্থী গোষ্ঠীগুলো ইরান সীমান্ত এলাকার উভয় পাশেই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর