thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

বুধবার ১১ কোম্পানির এজিএম

২০১৮ ডিসেম্বর ১৮ ২৩:১৩:৫০
বুধবার ১১ কোম্পানির এজিএম

দ্য রিপোর্ট প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, বসুন্ধরা পেপার মিলস, জিপিএইচ ইস্পাত, শাশা ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, প্রিমিয়ার সিমেন্ট, সোনারগাঁও টেক্সটাইল, হাওয়েল টেক্সটাইল, আমার ফিড এবং কাট্টালি টেক্সটাইল।

কোম্পানিগুলোর মধ্যে শেফার্ড ইন্ডাস্ট্রিজের সকাল সাড়ে ১০টায়, ডিওএইচএস বারিধারা কনভেনশন সেন্টার, বারিধারা ডিওএইচএস পরিষদ, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে;

ইফাদ অটোসের বেলা ১১টায়, সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকাতে; বসুন্ধরা পেপার মিলসের
রজনীগন্ধ’ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি হল নং-৩) ঢাকাতে; জিপিএইচ ইস্পাতের বেলা ১১টায়, চিটাগাং ক্লাব, এসএস খালেদে রোড, চিটাগাংয়ে;

শাশা ডেনিমসের ট্রাস্ট মিলনায়ত, ৫৪৫, পুরাতন বিমানবন্দর রোড, ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকাতে সকাল সাড়ে ১০টায়; গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর সকাল ৯টায়, বোকরান, মনিপুর, ভবানীপুর, গাজীপুর সদর, গাজীপুরে; প্রিমিয়ার সিমেন্টের বিকাল ৩টায়, অডিটোরিয়াম অব চিটাগাং ক্লাব, এসএস খালেদ রোড, চিটাগাংয়ে;

সোনারগাঁও টেক্সটাইলের বেলা ১১টায়, বরিশাল ক্লাব, বরিশালে; হাওয়েল টেক্সটাইলের সকাল সাড়ে ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, গুলশান-১, ঢাকাতে; আমার ফিডের বেলা সাড়ে ১১টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, সিংহগাতী, উল্লাহপাড়া, সিরাজগঞ্জে এবং কাট্টালি টেক্সটাইলের এজিএম সকাল সাড়ে ১০টায়, ভাটিয়ারি গল্প ও কান্ট্রি ক্লাব, বিএমএ ভাটিয়ারি, চিটাগাংয়ে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে ডিভিডেন্ড দেয়া এবং না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানিগুলোর এজিএমে অনুমোদিত হতে পারে।

এর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেফার্ড ইন্ডাস্ট্রিজ ১২ শতাংশ নগদ, ইফাদ অটোস ২২ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস, বসুন্ধরা পেপার মিলস ২০ শতাংশ নগদ, জিপিএইচ ইস্পাত ১০ শতাংশ বোনাস, শাশা ডেনিমস ১৫ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ১০ শতাংশ বোনাস, প্রিমিয়ার সিমেন্ট ১০ শতাংশ নগদ, হাওয়েল টেক্সটাইল ১৭ শতাংশ নগদ, আমার ফিড ২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস এবং কাট্টালি টেক্সটাইল ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ডিসেম্বর ১৮,২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর