thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নির্বাচন বানচালের অজুহাত খুঁজছে বিএনপি: নাসিম

২০১৮ ডিসেম্বর ২৫ ১১:৪৫:০৫
নির্বাচন বানচালের অজুহাত খুঁজছে বিএনপি: নাসিম

বগুড়া প্রতিনিধি: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট বুঝে গেছে, নির্বাচনে তারা পরাজিত হবে। আওয়ামী লীগ আবারও সরকার গঠন করবে। তাই তারা নির্বাচন বানচাল করতে নানা অজুহাত খুঁজছে।’

তিনি বলেন, ‘এবার নির্বাচনে অংশ না নিলে বাটি চালান দিয়েও তাদের খুঁজে পাওয়া যাবে না।’ সোমবার (২৪ ডিসেম্বর) রাতে বগুড়া শহরতলির মাটিডালি এলাকায় হোটেল ক্যাসল সোয়াদ মিলনায়তনে ১৪ দলের নির্বাচনি কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আ স ম আবদুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, মাহমুদুর রহমান মান্নার মতো নেতারা শুধু এমপি হওয়ার লোভে খুনি বিএনপি-জামায়াতের কাছে আত্মসমর্পণ করেছেন। বাংলার জনগণ ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ জোটকে ভোট দিয়ে বেঈমানির জবাব দেবেন ইনশাআল্লাহ।’

নেতাকর্মীদের উদ্দেশে ১৪ দলের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘আপনারা নির্বাচনি খেলায় ফাউল করবেন না। ফাউল করলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন। আর দেশে জঙ্গি ও মানুষের সম্পদ লুটপাটের জন্য হাওয়া ভবন সৃষ্টি হবে। আওয়ামী লীগ সরকার দেশ থেকে জঙ্গি দমন করেছে, তাই দেশের মানুষ শান্তিতে থাকতে পারছেন। বিএনপি-জামায়াত নির্বাচনকে বানচালের যত চেষ্টা করুক, তাদের চেষ্টা কখনও সফল হবে না।’

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। সারাদেশে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকায় ভোট দিতে সারাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছে। ৩০ তারিখের নির্বাচনে মহাজোটের বিজয় সুনিশ্চিত। শেখ হাসিনা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে হ্যাট্রিক করবেন। বগুড়ায় লাঙ্গল নৌকা একসঙ্গে কাজ করে সাতটি আসনে বিজয়ী হতে হবে। বগুড়ার ত্যাগী নেতা মমতাজ উদ্দিন সাতটি আসনে নির্বাচনি সমন্বয়ক হিসেবে কাজ করবেন।’

বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজের সঞ্চালনায় এই কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনে মহাজোট প্রার্থী নুরুল ইসলাম ওমর এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক টি জামান নিকেতা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর