thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

সীতাকুণ্ডে নৌকার প্রচারে পেট্রল বোমা, দগ্ধ ৩

২০১৮ ডিসেম্বর ২৫ ১৭:১৩:৪৩
সীতাকুণ্ডে নৌকার প্রচারে পেট্রল বোমা, দগ্ধ ৩

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনে (সীতাকুণ্ড) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলমের গণসংযোগে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে তিনজন দগ্ধ হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের মাদাম বিবিরহাটের জাহানাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সাদ্দাম হোসেন (২৮), মো.রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮)। এছাড়া লোহার রডের আঘাতে আহত হন আবু সালেহ মোহাম্মদ সামশুদ্দিন (৪২)।

জানা গেছে, সীতাকুণ্ডের মাদাম বিবির হাট এলাকায় দিদারুল আলমের নেতৃত্বে নেতাকর্মীদের গণসংযোগ করছিলেন। পাশেই গ্রামের ভেতরে ধানের শীষের পক্ষে গণসংযোগ চলছিল। সেই সময় হঠাৎ করেই বোমা হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় দিদারুল আলম বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, অগ্নিদগ্ধ তিনজনকে বার্ন ইউনিটে এবং লোহার রডের আঘাতে গুরুতর আহত একজনকে সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ডিসেম্বর ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর