thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: ড. কামাল

২০১৮ ডিসেম্বর ৩০ ১০:১১:০৩
রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে: ড. কামাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন ড. কামাল। পরে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেছেন, প্রতি মুহূর্তে, প্রতি মিনিটে দেশের বিভিন্ন জায়গা থেকে ফোনে তথ্য আসছে, রাতেই চুরি করে ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এটা স্বাধীন দেশে বঙ্গবন্ধু এবং ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানির শামিল। সেইসঙ্গে এটা খুবই উদ্বেগজনক ব্যাপার।

ড. কামাল বলেন, ইতোমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় পুলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এটা অপ্রত্যাশিত। আমরা বলবো, আমাদের দেশের পুলিশসহ নিরাপত্তা বাহিনীর গৌরবৌজ্জল অতীত-ভবিষ্যৎ রয়েছে। আশা করি তারা এর সুষ্ঠু তদন্ত করবে এবং ভোট রক্ষা করবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর