thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২০, ৩১ শ্রাবণ ১৪২৭,  ২৬ জিলহজ ১৪৪১

নতুন বছরে আসছে ৫ ক্যামেরার নকিয়া ৯

২০১৯ জানুয়ারি ০১ ০৮:৪০:০৬
নতুন বছরে আসছে ৫ ক্যামেরার নকিয়া ৯

দ্য রিপোর্ট ডেস্ক : নতুন বছর নকিয়া ফোনের ফ্যানদের জন্য সুখবর রয়েছে। বছরের শুরুতেই আকষর্ণীয় সব ফিচার নিয়ে বাজারে আসছে মোবাইল ফোন নকিয়া ৯।

ফ্ল্যাগশিপ নকিয়ার নতুন সেটের প্রতি সবার আগ্রহের মূলে রয়েছে ফোনের পেছনে থাকছে পাঁচটি ক্যামেরা।

নকিয়া কোম্পানির অন্যান্য ফোনের মতোই নকিয়ার এ ফোনের ক্যামেরাতেও জেইস লেন্স থাকবে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নকিয়া ৯ ফোনের নতুন ছবি প্রকাশিত হয়েছে টুইটারে। এই ছবিতে ফোনের ডিসপ্লের পাশে পাতলা বেজেল দেখা গিয়েছে। ফোনের পাশে রয়েছে মেটাল ফ্রেম।

৬ ইঞ্চি ডিসপ্লে ২৫৬ জিবি স্টোরেজের ফোনটির দাম পড়বে ৫০ হাজারের বেশি। এবার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করুন নতুন বছরে নতুন ফোনের জন্য।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিবিধ এর সর্বশেষ খবর

বিবিধ - এর সব খবর