thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

দর পতনের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

২০১৯ জানুয়ারি ০৩ ১৭:৫২:২৮
দর পতনের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইলস

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে সোনারগাঁও টেক্সটাইলস।

এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৭ শতাংশ বা ৭০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫৪ বারে ১ লাখ ৪৭ হাজার ৪৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৩ লাখ ২২ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭ বারে ৮ হাজার ৯৭১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৫ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩ হাজার ২৫৬ বারে ১ কোটি ২২ লাখ ৮৬ হাজার ৭১৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ কোটি ৩১ লাখ ৮৩ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- জুট স্পিনিং, মেঘনা সিমেন্ট, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সায়হাম টেক্স, গ্লাক্সোস্মিথ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর