thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ জুন ২০১৯, ১০ আষাঢ় ১৪২৬,  ১৯ শাওয়াল ১৪৪০

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

২০১৯ জানুয়ারি ০৪ ০৯:৪৬:০০
চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল বারেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত বারেক এলকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় ১৫টি মামলা রয়েছে।

দামুড়হুদা মডেল থানার এএসআই রওশন আলী বলেন, একদল মাদক পাচারকারী মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে অবস্থান করছে বলে খবর পায় পুলিশ। বৃহস্পতিবার রাত একটার দিকে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী বারেককে উদ্ধার করা হয়। পুলিশের আহত সদস্যদেরও উদ্ধার করা হয়। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। বারেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশের আহত সদস্যদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর