thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬,  ২২ শাওয়াল ১৪৪০

কাকে বিয়ে করছেন এমি!

২০১৯ জানুয়ারি ০৪ ১২:৪৩:০৪
কাকে বিয়ে করছেন এমি!

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৮ সাল ছিল বলিউডপাড়ায় বিয়ের ধুম। প্রিয়াংকা-নিক, দীপিকা-রণবীর, সোনম-আহুজার বিয়ের খবরে মগ্ন ছিলেন ভারতীয় সিনেপ্রেমীরা।

সেই রেশ কাটতে না কাটতেই ২০১৯ সালের শুরুতেই ফের বলিউডে বিয়ের সানাই বাজতে শুরু করেছে। কারণ বিয়ে করার ঘোষণা দিয়েছেন আরও এক বলি অভিনেত্রী এমি জ্যাকসন।

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই সে খবর প্রকাশ করেছেন।

কাকে বিয়ে করছেন হালের এই আলোচিত অভিনেত্রী? সেটিও ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করেন এমি।

সেখানে দেখা গেছে, জাম্বিয়ার নৈসর্গিক সৌন্দর্যে হবু বর জর্জের কপালে চুমু দিচ্ছেন এমি।

কে এই জর্জ!

জানা গেছে, জর্জ একজন ব্রিটিশ ব্যবসায়ী। এবিলিটি গ্রুপের প্রতিষ্ঠাতার ছেলে ধনকুবের জর্জ।

জর্জের বাবার রয়েছে কয়েকটি বিলাসবহুল হোটেল৷ যার মধ্যে হলটন, ডবল ট্রি, পার্ক প্লাজা অন্যতম।

আর সেই জর্জের সঙ্গে হীরের আংটি বিনিময় করে অনেকটা চুপিসারে বাগদান পর্ব সেরেছেন এমি জ্যাকসন।

বলি সূত্রের খবর, ২০১৫ সাল থেকে জর্জের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এমি জ্যাকসন। যদিও তাদের এই প্রেমকে কখনই প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী।

২০১২ সালে 'এক দিওয়ানা থা' ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ব্রিটিশ মডেল-অভিনেত্রী।

এমিকে শেষ দেখা গেছে ২.০ ছবিতে।

সম্প্রতি হলিউডের 'সুপারগার্ল' ছবিতে অভিনয় করেছেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর