thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯, ১৩ আষাঢ় ১৪২৬,  ২২ শাওয়াল ১৪৪০

ডেমরায় শিশু হত্যা: গ্রেফতার ২

২০১৯ জানুয়ারি ০৯ ১০:৪৭:৫৯
ডেমরায় শিশু হত্যা: গ্রেফতার ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ডেমরায় একটি বাসার খাটের নিচ থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, প্রতিবেশী মোস্তাফ ও মোস্তফার খালাতো ভাই আজিজুল।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে তাদের ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান।

সিদ্দিকুর রহমান বলেন, সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে, সোমবার (৭ জানুয়ারি) রাতে ডেমরার শাহজালাল রোডস্থ এসি গলির আবুল হোসেনের বাড়ির নিচতলার ভাড়াটিয়া গোলাম মোস্তফার কক্ষ থেকে শিশু নুশরাত (৪) ও দোলার (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ডেমরা থানায় দুই শিশু নুশরাতের বাবা পলাশ ও দোলার বাবা ফরিদুল বাদী হয়ে মামলা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর