thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ জুন ২০১৯, ৪ আষাঢ় ১৪২৬,  ১৩ শাওয়াল ১৪৪০

আসিফ-রাহার প্রথম জুটি

২০১৯ জানুয়ারি ০৯ ১৫:৫৮:৪৪
আসিফ-রাহার প্রথম জুটি

দ্য রিপোর্ট ডেস্ক : সিনেমার পাশাপাশি ভালো গান পেলেই গানের ভিডিওর মডেল হন চিত্রনায়ক আসিফ ইমরোজ। এর আগে অনেকের সঙ্গে পর্দা ভাগ করলেও এবারই প্রথম মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানের সঙ্গে জুটি বেঁধে গানের মডেল হলেন তিনি।

সম্প্রতি তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী আর জয় ও নুসরাতের কণ্ঠে ‘বায়না মন’ শিরোনামের একটি গানের মডেল হয়েছেন তারা। বিলিয়ান বিপুর কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। ভিডিও পরিচালনা করেছেন ওসমান মিরাজ।

এস এস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে ১০ই জানুয়ারি সন্ধ্যায় ‘বায়না মন’ গানটি প্রকাশ পাবে। গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান ও বেলাল।

গানটি প্রসঙ্গে আসিফ ইমরোজ বলেন, ‘পরিচালক ওসমান মিরাজের নির্দেশনায় দারুণ একটি কাজ করে আসলাম। আমি ও রাহা প্রথম জুটি হলাম এই গানে। গান ও ভিডিও দর্শকদের অনেক পছন্দ হবে।’ নির্মাতা ওসমান মিরাজ বলেন, ‘আমি চেষ্টা করেছি ভালোভাবে ‘বায়না মন’ গানটির ভিডিওটি নির্মাণ করতে। কাজটি নিয়ে আশাবাদী।’

উল্লেখ্য, আসিফ ইমরোজ এরই মধ্যে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ‘দবির সাহেবের সংসার’, ‘ভালো থেকো’, ‘মায়া নগর’। রাহা তানহা খান পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’, ছবিতে ছবিতে দেখা মিলেছে তার।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর