thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিএনপির নারী প্রার্থীদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

২০১৯ জানুয়ারি ১০ ১৯:২৭:৩০
বিএনপির নারী প্রার্থীদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

দ্য রিপোর্ট প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির নারী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দেড় ঘণ্টা এই বৈঠক হয়।

ইইউ প্রতিনিধি দলে ছিলেন এরিনি মারিয়া গোনারি ও ডেভিড নোয়েল ওয়ার্ড।

বৈঠকে অংশ নেন ফরিদপুর-২ আসনে বিএনপির প্রার্থী শ্যামা ওবায়েদ, ঝালকাঠি-২ আসনের জিবা আমিন খান ও সিরাজগঞ্জ-২ আসনের রুমানা মাহমুদ।

বৈঠকের পর শ্যামা ওবায়েদ বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি টেকনিক্যাল টিম আমরা যারা নারী প্রার্থী ছিলাম তাদের কাছ থেকে নির্বাচনের ঘটনার বিষয়ে জানতে এসেছেন।

আমরা আমাদের নির্বাচনী এলাকায় ভোটের অবস্থা, পরিবেশসহ ক্ষমতাসীন দল ও প্রশাসনের কর্মকাণ্ড তথ্যপ্রমাণসহ তাদের কাছে উপস্থাপন করেছি।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ‘অভাবনীয়’ জয়ের মধ্যে টানা তৃতীয়বারের মত সরকার গড়েছে আওয়ামী লীগ। আর মহাজোটের শরিক জাতীয় পার্টি রয়েছে বিরোধী দলের আসেন।

নির্বাচনে বিএনপি মাত্র ছয়টি (বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের কয়েকটি কেন্দ্রে পুনঃভোটের পর) আসনে জয় পেয়েছে।

বিএনপি অবশ্য ভোটের ফল আগেই প্রত্যাখ্যান করেছে; তাদের জয়ী নেতারা সংসদ সদস্য হিসেবে শপথও নেননি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর