thereport24.com
ঢাকা, রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬,  ১৫ জিলহজ ১৪৪০

পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি সোহায়েল হোসেন

২০১৯ জানুয়ারি ১০ ২০:১৮:৫৭
পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি সোহায়েল হোসেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সোহায়েল হোসেন খান।

সেনা কর্মকর্তা সোহায়েল হোসেনকে প্রেষণে এই নিয়োগ দিতে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের ডিজি মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ানকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়।

অপর আদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এবং মো. নাসিমকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুল করিম মজুমদারকে বিটিআরটির মহাপরিচালক নিয়োগ দিতে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর