thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

 ঠান্ডাজনিত রোগে ঠাকুরগাঁওয়ে ৪ শিশুর মৃত্যু

২০১৯ জানুয়ারি ১১ ১৪:৩৭:১৯
 ঠান্ডাজনিত রোগে ঠাকুরগাঁওয়ে ৪ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বেড়ে চলেছে। প্রতিদিনই ৬০ থেকে ৭০ জন শিশু ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। গত ৭ দিনে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, অব্যবস্থাপনার কারণে তারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না।

ঠাকুরগাঁওয়ে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশুদের বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চলেছে। গত সাত দিনে ৬ শ’র বেশি শিশুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ৫শ’ রোগির বেশিরভাগই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত।

অব্যবস্থাপনা ও অপেশাদারিত্বের কারণে চাহিদামতো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর স্বজনদের। সরকারি হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে কিনতে হচ্ছে বাইরে থেকে। পর্যাপ্ত ওষুধ না পেয়ে অনেক শিশুকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছে স্বজনরা।

কর্তৃপক্ষের দাবি, শীতের প্রকোপ বেশি বলে ঠান্ডাজনিত রোগ বাড়লেও নিয়ন্ত্রণের মধ্যেই আছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর