thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মান সেনাসদস্য পাকড়াও

২০১৯ জানুয়ারি ১৬ ২১:২২:৫১
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মান সেনাসদস্য পাকড়াও


দ্য রিপোর্ট ডেস্ক : জার্মান সেনাবাহিনীর এক সদস্যকে ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে৷ আইনজীবীরা জানিয়েছেন, জার্মান-আফগান ঐ সেনা সদস্য সেনাবাহিনীতে দোভাষীর কাজ করতেন৷খবর ডয়চে ভেলের।

জার্মানির কেন্দ্রীয় আইনজীবীদের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, আফগান বংশোদ্ভূত ৫০ বছর বয়সি ঐ জার্মান নাগরিকের নাম আব্দুল হামিদ৷ তিনি একজন ভাষা বিশেষজ্ঞ৷ জার্মান সেনাবাহিনীতে সাংস্কৃতিক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন তিনি৷ এক জার্মান গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ‘‘আব্দুল হামিদ যে বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন, এটা প্রমাণের অনেক তথ্য-উপাত্ত হাতে রয়েছে৷''

জার্মান সংবাদপত্র ডেয়ার স্পিগেল এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান সেনাবাহিনীর অনেক সংবেদনশীল তথ্য-উপাত্ত আব্দুল হামিদের নাগালে ছিল৷ আফগানিস্তানে সেনা মোতায়েনের বিস্তারিত তথ্য এর মধ্যে অন্যতম৷ প্রতিবেদনটিতে আরো বলা হয়, হামিদ বেশ কয়েক বছর ধরে ইরানের গুপ্তচর বিভাগের হয়ে কাজ করেছেন৷

সিরীয় শরণার্থী সেজে এক জার্মান সেনা কর্মকর্তা সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল৷ সমান্তরাল এক দ্বিতীয় জীবন শুরু করেছিলেন ফ্রাংকো৷ ২০১৬ সালের ডিসেম্বরে সিরীয় শরণার্থী হিসেবে নথিভুক্ত হন তিনি৷ তার লক্ষ্য ছিল শরণার্থীদের উপর হামলার দোষ চাপানো৷ ২০১৪ সাল থেকেই ফ্রাংকো’র ডানপন্থি আচরণের কথা জানতেন সেনাবাহিনীর কর্মকর্তারা৷ এাই ফ্রাংকো ধরা পড়ার থেকে জার্মান সেনাবাহিনিকে শুরু হয় বিতর্ক৷


জার্মান সেনাবাহিনীতে প্রায়ই আফগান দোভাষীদের নিয়োগ দেয়া হয়, যাতে তারা আফগানিস্তানে নিয়োজিত জার্মান সেনাদের সাহায্য করতে পারেন৷ জার্মানির রাইনলান্ড এলাকা থেকে আব্দুল হামিদকে গ্রেপ্তার করা হয়েছে৷ ইরানের গুপ্তরচরবৃত্তি নিয়ে ইদানীং জার্মান ও ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে৷ জার্মানির একটি গোয়েন্দা সংস্থা জুলাইতে জানিয়েছিল, ইরান তাদের সংস্থায় সাইবার হামলা চালিয়ে বিভিন্ন জার্মান কোম্পানির তথ্য সংগ্রহ করেছে, যা বিপজ্জনক৷

২০১৬ সালে সাবেক জার্মান গোয়েন্দা কর্মকর্তা মার্কুস রাইশেল সিআইএ এবং রুশ গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অপরাধে অভিযুক্ত হন৷ এছাড়া ২০১৩ সালে রাশিয়ার গুপ্তচর সংস্থার হয়ে ২০ বছরেরও বেশি সময় কাজ করার জন্য এক দম্পতিকে কারাদণ্ড দেয়া হয়৷

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর