thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

অক্ষত রয়েছে হাজার বছর আগের আলকোরআন

২০১৯ জানুয়ারি ১৯ ১০:৫৪:৫১
অক্ষত রয়েছে হাজার বছর আগের আলকোরআন

দ্য রিপোর্ট ডেস্ক : এক হাজার বছর আগের লিখিত পবিত্র ধর্মগ্রন্থ আলকোরআন, যা এখনও আছে অক্ষত।

প্যাপিরাস নামক এক ধরনের কাগজে লিখিত হয়েছে আলকোরআনের আয়াতগুলো।

সম্প্রতি আলজেরিয়ার খেনচেলাহ শহরের নিকটবর্তী আলজাভিয়া অঞ্চলে ‘নূর’ নামক এক অনুষ্ঠানে কুরআনের এ পাণ্ডুলিপিটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

এই আলকোরআন দেখতে ভিড় জমিয়েছেন হাজার হাজার দর্শনার্থী। ওই অনুষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে, আলকোরআনের এই পাণ্ডুলিপি খেনচেলাহ শহরের এক বাসিন্দার কাছে রক্ষিত ছিল।

তিনি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে এই ঔশি গ্রন্থ পেয়েছেন বলে জানা গেছে।

প্রদর্শনী শেষে পপিরাস কাগজে লিখিত হাজার বছরের পুরনো এই আলকোরআন ওই ব্যক্তির তত্ত্বাবধানেই থাকবে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর