thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুতে ধানমন্ডিতে বিক্ষোভ

২০১৯ জানুয়ারি ২০ ১৬:০৫:০৮
সড়ক দুর্ঘটনায় মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুতে ধানমন্ডিতে বিক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী আফসানা ইলিয়াস ইতি নিহতের ঘটনায় ধানমন্ডিতে বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর বারোটার দিকে আধা ঘণ্টা বিক্ষোভ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর বারোটার দিকে মেডিকেল কলেজের সামনের ধানমন্ডি-৮ নম্বর সড়কে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষকরাও সংহতি প্রকাশ করে যোগ দেন। আধাঘণ্টা ব্যাপী এ বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

‘আপনি, আমি, আমরা কেউ কি নিরাপদ এই সড়কে?', 'সড়ক দুর্ঘটনায় আর কত মায়ের কোল খালি হবে', 'মানুষের জীবন বাসের চাকায় আর কত অসহায় হয়ে থাকবে?'

এমন লেখা সম্বলিত স্লোগান ও দাবি সম্বলিত প্ল্যাকার্ড-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনা রোধে সুনির্দিষ্ট বাস স্টপেজ নির্ধারণ ও তা কার্যকরে সচেতনা তৈরিতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানান।

গেলো শনিবার রাত পৌনে আটটার দিকে রাজধানীর মালিবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রতিষ্ঠানটির সপ্তম ব্যাচের শিক্ষার্থী আফসানা ইলিয়াস ইতি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর